স্মৃতি টুকু থাকুক জানালেন কলকাতায় অবস্থিত ইতালির কনসুল জেনারেল DR জিয়ানলুকা রুবাগাতি।

0
72

লকাতায় অবস্থিত ইতালির কনসুল জেনারেল DR জিয়ানলুকা রুবাগাতি শেষ হলো কার্য্যভারের মেয়াদ। এই উপলক্ষে এক বিদায়কালীন অনুষ্ঠানে কলকাতার এক নামি ইতালিয়ান রেস্তোরায় প্রকাশ পেলো ব্রোশার(সময়ের মালা গাঁথা এক স্মৃতির বই ) , ধির্ঘো সাড়ে তিন বছর কলকাতায় ইতালির কনসোল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে বিদায়ের সন্ধিক্ষণে অনেকটা আবেগী হতে দেখা গেলো DR জিয়ানলুকা রুবাগাতি কে ।