spot_img
30 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

শুরু হলো টেটের পরীক্ষা ২০২৩ !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

শুরু হলো টেটের পরীক্ষা ,একনজরে বিস্তারিত :

★২০২২ এর ১১ই ডিসেম্বর পাঁচ বছর বাদে একটি প্রাথমিকের টেট পরীক্ষা হয়।

★২০২৩ এর ১০ই ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। আজ ২৪ শে ডিসেম্বর টেট পরীক্ষা হচ্ছে। 

★নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটিহীন রাখতে সচেষ্ট পর্ষদ।

সিসিটিভি ও বায়োমেট্রিক এর ব্যবস্থা।

★কোনরকম মোবাইল ফোন বা স্ক্যানার জাতীয় ব্লু-টুথ প্রযুক্তি রয়েছে এমন যন্ত্র নিয়ে ঢোকা যাবে না পরীক্ষা কেন্দ্রে।

★প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এডমিট নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।

★আজ রবিবার হলেও ১৩০ টা র পরিবর্তে ২৩৪টা মেট্রো চলবে। এছাড়াও রাজ্য পরিবহন দপ্তরের বাড়তি বাস থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

★কলকাতা পুলিশের পক্ষ থেকে আলাদা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে টেট পরীক্ষার্থীদের জন্য।

★এবছর আসন খালি ১১,৭৬৫ আসন। জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থী তিন লক্ষ ৯হাজার ৫৪ জন।

★সারা রাজ্যে ৭৭৩ টি পরীক্ষা কেন্দ্র। কলকাতায় রয়েছে পাঁচটি। চেতলা গার্লস যাদবপুর বিদ্যাপীঠ টাকি মাল্টিপারপাস বয়েজ স্কুল বাগবাজার মাল্টিপারপাস গার্লস এবং কুমার আশুতোষ ইনস্টিটিউশন।

★বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হলেও দশটার পর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের।

★আজ রবিবার হলেও ব্রিগেডে লক্ষ্য কন্ঠে গীতা পাঠ। পরিবহন সমস্যার আশঙ্কায় অনেকেই চার ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে। ইতিমধ্যেই সকাল আটটা থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড়। 

টেট পরীক্ষা শুরু হবে সকাল ১২ টা থেকে। পরীক্ষা কেন্দ্রের প্রবেশ শুরু হবে সকাল সাড়ে নটা থেকে সকাল ১১ টা পর্যন্ত তারপর আর পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন না।রাজ্যের মোট ৭৭৩টি কেন্দ্রে টেট হবে। কলকাতায় পাঁচটি কেন্দ্র  হবে। 

শিয়ালদা টাকি বয়েজ। কোনরকম প্লাস্টিক দ্রব্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবেনা। গেটের প্রবেশের মুখে পুলিশ চেক করে তবেই পরীক্ষা কেন্দ্রের প্রবেশ করতে দিচ্ছে পরীক্ষার্থীদের।

বিস্তারিত দেখুন : ⇓

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks