কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
১লা জানুয়ারি থেকে আর রেশন পাবেন না সাধারণ মানুষ। এমনটাই জানালেন বিষম্ভর বসু(জাতীয় সাধারণ সম্পাদক)। ওনার দাবি দীর্ঘদিন ধরে তারা সরকারের নজরে এই বিষয়টা আনার চেষ্টা করছেন কিন্তু কোনভাবেই তা সম্ভব হচ্ছে না অগত্যা অবশেষে তারা এই পথ বেছে নিতে বাধ্য হলেন।
বিগত বহুদিন ধরেই একদিকে যেমন তারা ওজনে কম মাল পাচ্ছেন অন্যদিকে যে টাকা তাদের রোজগারের পথ দেখায় সেই টাকাও তারা পাচ্ছেন না ফলে রীতিমতো একদিকে সংসার চালাতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের অন্যদিকে রেশনের দোকান টা চালাতেও তারা বিপাকে পড়ছেন প্রতি মুহূর্তে। পাশাপাশি তিনি জানান দীর্ঘদিন ধরে বহু চেষ্টার পরেও যখন সরকারের তরফে কোনো হেলদোল দেখতে পাচ্ছেন না তাই পয়লা জানুয়ারি থেকেই আর রেশনের দোকান থেকে রেশন মিলবে না আপামর সাধারণ মানুষের।
বিস্তারিত দেখুন : ⇓