কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আজ সকালে বাংলার হাওড়া জেলায় এক পোস্টার পড়া নিয়েই তৈরী হয় চাপান্তর।
চোর,তোলাবাজ,জমি মাফিয়া ও ধান্দাবাজ লেখা পোস্টার এবার ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ এর নামে। ডোমজুড় বিধানসভার বাঁকড়ার বিভিন্ন জায়গায় সকাল হতেই মানুষের নজরে আসে এলাকার বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষ এর নামে লেখা এই পোস্টার। উল্লেখ পোস্টারের নিচে লেখা প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।
বিস্তারিত দেখুন : ⇓