spot_img
38 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

আগামী ১২ ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা।

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :       

গামী ১২ ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা যদিও সমগ্র প্রস্তুতি থাকছে ৮ই জানুয়ারি থেকে। এই মেলা চলবে ১৭ই জানুয়ারি পর্যন্ত। এই মেলা নিয়ে যাতে কোনরকম বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই চালুকরেছেন নজরদারি। বুধবার নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় যাতায়াতের জন্য পূর্ব রেল শিয়ালদা থেকে ৬৬ টি অতিরিক্ত ট্রেন চালাবে। প্রতিদিন ১৬ থেকে ১৭ টি অতিরিক্ত ট্রেন চলবে ক্যানিং নামখানা কাকদ্বীপ শাখায়। 

এদিনের বৈঠকের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতায়াতের জন্য প্রয়োজনীয় বাস রাখতে। ২২৫০ টি অতিরিক্ত বাস তীর্থযাত্রীদের জন্য রাখা হবে জানা গিয়েছে। মেলায় প্রাঙ্গণে থাকছে ১১৫০ টি ক্লোজ সার্কিট টিভি। তিরিশটি অ্যালার্ম বাটন থাকবে মেলার বিভিন্ন প্রান্তে। থাকছে ৫০ টি ফায়ার ব্রিগেড গাড়ি । পাশাপাশি 32 টা ভেসেল গাড়ি পারাপারের জন্য থাকবে। ১০০ লঞ্চ থাকবে যাতায়াতের জন্য। অস্থায়ী হাসপাতাল থাকছে ৩০০ বেডের।। সাতটি অস্থায়ী হাসপাতালে ৩০০ বেড থাকবে। ১০ হাজার টয়লেট থাকবে পুরুষদের জন্য। মহিলাদের জন্য ৭০০ ওয়াশরুম থাকবে। পানীয় জলের জন্য ছোট ছোট সাত লক্ষ পাউচ রাখা হবে মেলা প্রাঙ্গণে। ২৮ টি জায়গায় ফার্স্ট এইড সার্ভিস রাখা হবে। বারোটা জায়গায় মেডিকেল টিম থাকবে ও ১০০ অ্যাম্বুলেন্স থাকবে পরিষেবার জন্য। রাখা হচ্ছে তিনটি ওয়াটার অ্যাম্বুলেন্স। থাকবে একটি এয়ার অ্যাম্বুলেন্সও।মু

খ্যমন্ত্রীর নির্দেশ ভিআইপিরা পাইলট কার নিয়ে মেলা প্রাঙ্গনে ঢুকতে পারবে না। বাংলা সহ আট ভাষায় তীর্থযাত্রীদের জন্য মাইকিং করা হবে। সব বাসেতে একজন করে সাগর বন্ধু ভলেন্টিয়ার থাকবে যারা তীর্থযাত্রীদের সহায়তা করবে।  তীর্থযাত্রী ও সংবাদমাধ্যমের জন্য ৫ লক্ষ টাকার বীমা। জি পি আর এস সিস্টেম চালু থাকবে। মেলা প্রাঙ্গনে নিরাপত্তার জন্য কুড়িটা ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নজরদারি করা হবে। ইসরোর সাহায্যে এই প্রথম স্যাটেলাইট ট্র্যাকিং  সিস্টেম চালু হবে।

এই প্রথমবার মেলা প্রামানে কিউআর কোড চালু হচ্ছে। এই কিউ আর কোড স্ক্যান করে দেখে নেয়া যাবে মেলায় কোথায় কি রয়েছে।

দেখুন LIVE :

https://fb.watch/pbHElD7Co2/?mibextid=Nif5oz

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks