কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
এদিন রাজ ভবনে সাংবাদিক দের মুখোমুখি হয় সমাবর্তন নিয়ে কার্যত নিজের অভিমত জানান রাজ্যপাল ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়র সমাবর্তন বেআইনি এবং অননুমোদিত এমনটাই মনে করছেন । কিন্তু এই বিবব্রতে ছাত্রছাত্রীদের ডিগ্রি নিয়ে সমস্যা না হয় সেটা মাথায় রাখতে হবে বলে মন্তব্য করেন রাজ্যপাল ।এর জন্য ইতিমধেই আইনী পরামর্শ নেয় এবং আইন মেনেই ব্যাবস্থা গ্রহন করা হবে বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যপাল ও আচার্য্য সি ভি আনন্দ বোস।
বিস্তারিত দেখুন ⇓