কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের যোগ্য জবাব দেবে বাংলাদেশের জনগণ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা !
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে টুঙ্গিপাড়ায় এক নির্বাচনী জনসভায় বলেন , তিনি আস্থাশীল যে, ৭ জানুয়ারির নির্বাচনে তাকে ক্ষমতাচ্যুত করার আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের যোগ্য জবাব দেবে বাংলাদেশের জনগণ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, সে কথা জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের দলের নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেব। আমরা যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারি তা বিশ্বকে দেখানোর জন্য ভোট দিতে (নৌকায়) ভোট দিতে তাড়াতাড়ি ভোট কেন্দ্রে যান।” “নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে।
নাম না করে হাসিনা বলেন -অনেকে আন্তর্জাতিকভাবেও জড়িত। তারা বাংলাদেশে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য কাজ করে—আমরা ৭ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেব,” ঢাকা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে টুঙ্গিপাড়ায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় হাসিনা বলেন।
“তৃতীয় পক্ষ কী করতে পারে? তারা দেশের কোনো উন্নয়ন করতে পারে না। তারা 2007 সালে কী করেছিল তা আপনারা দেখেছেন, “বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দেশটির জাতীয় সংবাদ সংস্থা, হাসিনাকে উদ্ধৃত করে বলেছে। ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে। ২০১৪ সালের নির্বাচনেও বিএনপি বর্জন করলেও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয়।