কলকাতা টাইমস নিউজ ডেস্ক:
এবার মাধ্যমিকের নিরাপত্তা নিয়ে আরও নড়েচড়েবসল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪মাধ্যমিকপরীক্ষাকে কড়া নজরেরাখতে চায় পর্ষদ।পরীক্ষা চলাকালীন সিসিটিভি ফুটেজএবার থেকে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলিকে শুক্রবার চিঠি দিয়ে পর্ষদ জানিয়েছে, প্রত্যেকদিনের সিসিটিভি ফুটেজ
সংরক্ষণ করতে হবে। দেখতে হবেযাতে সিসিটিভিগুলি কাজ করে। কোনও কারণে সিসিটিভিরগুলির সমস্যা হলে তার ব্যাকআপ রাখতে হবে। কোনও সমস্যা হলে আগে
থেকে সিসিটিভি গুলি ঠিক করতে হবে। পর্ষদ জানিয়ে দিয়েছে, সিসিটিভি ফুটেজের সংরক্ষণগুলি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলির প্রধানের কাছেই পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত রাখতে হবে।সিসিটিভি ফুটেজ নষ্ট হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষকের।
২০২৪ সালে ২রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩ টে পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের এই নির্দেশ মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পর্ষদের পর্যবেক্ষকরা সব পরীক্ষাকেন্দ্রে যাবেন। পরীক্ষাকেন্দ্রের যাবতীয় পরিস্থিতি খুঁটিনাটি সরেজমিনে খতিয়ে দেখে তাঁরা একটি রিপোর্ট পর্ষদের কাছে জমা দেবেন। কোনও ভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সে ব্যাপারে এ বার অনেকআগে থেকেই কড়া অবস্থান নিতে শুরু করেছে পর্ষদ। তাই সিসিটিভি ক্যামেরা বসিয়ে নিজেদের দায় শেষ করতে নারাজ পর্ষদের কর্তারা। নতুন নির্দেশে আরও বলা হয়েছে, কোনও পরীক্ষার্থী নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ হয়ে গেলেও প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবে না। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের বাইরে যেতে পারবে না। তাই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রের বাইরে নিয়ে যেতে পারবে না।