spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

2023 সালে ভারত-বাংলাদেশ সীমান্তে 744 অনুপ্রবেশকারীর মধ্যে মোট 112 জন রোহিঙ্গাকে আটক করা হয় ত্রিপুরায় !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক : 

2023 সালে ভারত-বাংলাদেশ সীমান্তে 744 অনুপ্রবেশকারীর মধ্যে মোট 112 জন রোহিঙ্গাকে আটক করা হয় ত্রিপুরায় !

ই সংখ্যা গত তিন বছরে সর্বোচ্চ ছিল, BSF ত্রিপুরা ফ্রন্টিয়ার 2022 সালে 369 এবং 2021 সালে 208 জন অনুপ্রবেশকারীকে আটক করেছে, বিএসএফ সুত্রে জানা যায় ।
ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় 112 রোহিঙ্গা সহ মোট 744 জনকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গ্রেপ্তার করেছিল, 2 জানুয়ারী, 2024-এ এক বিএসএফ কর্মকর্তা জানান ।

2023 সালে, বিএসএফ মোট 744 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে এবং তাদের মধ্যে 112 জন রোহিঙ্গা, 337 জন বাংলাদেশি এবং 295 জন ভারতীয়। গত তিন বছরে সীমান্ত রাজ্যে এটি সবচেয়ে বেশি সংখ্যক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে , জানান বিএসএফ কর্মকর্তা ।
এ বিষয় বিস্তারিত ভাবে উলেখ করে জানান যে বিএসএফ কর্মীরা নিষিদ্ধ কাশির সিরাপ, গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মোট ₹ 41.82 কোটি মূল্যের ব্রাউন সুগারের মতো নিষিদ্ধ জিনিসগুলিও জব্দ করেছে। এছাড়া, 4 কেজি সোনাও জব্দ করা হয়েছে ,২০২৩ এ ।

বছরের পর বছর ধরে, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার বিদ্রোহের বিরুদ্ধে লড়াই, সীমান্তের পবিত্রতা বজায় রাখতে এবং দুর্গম এবং অবাস্তব ভূখণ্ডে প্রতিকূল জলবায়ু পরিস্থিতিতে কাজ করার সময় সীমান্তের সমস্ত ধরণের অপরাধ প্রতিরোধে বহুমুখী দায়িত্ব পালন করে চলেছে ।
উল্লেখ ভারত বাংলাদেশের এই আন্তর্জাতিক সীমানা ত্রিপুরা সংলগ্ন 856 কিলোমিটার জুড়ে রয়ছে ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks