spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

ফিরে দেখা – প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

লে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান। মাস খানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে শারীরিক অবস্থা খারাপ হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। গঙ্গাসাগর থেকে ফেরার পথে শিল্পীকে দেখতে কলকাতার বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কছে রশিদ খানের মৃত্যু সংবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এত অল্প বয়সে রশিদ খানের মত শিল্পীর প্রয়াণ অপূরণীয় ক্ষতি। ১০ই জানুয়ারি তাঁর মরদেহ রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হয় । সেখানে তাঁকে পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম শ্রদ্ধা জানানো হয় ।

গত নভেম্বর মাস থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগেই প্রস্টেট ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসকদের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু ভোরে সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়।
৯ ই জানুয়ারি দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রশিদ খান।

দেখুন প্রতিবেদন :

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks