কলকাতা টাইমস নিউজ ডেস্ক:
অতনু সম্মাদার / মৃনাল সরকার :
আজ সকাল দমকল মন্ত্রী সুজিত বোস সহ উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী এবং বউবাজারে তাপস রয়ের বাড়ি তে আজ ED এর হানা ।
দমকল মন্ত্রী সুজিত বোসের 2টি বাড়ি তে আজ ED এর হানা। উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে ইডি হানা উপস্থিত দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস এবং পুলিশের আধিকারিক।
অন্যদিকে সকাল ৬.৪০ নাগাদ তাপস রায়ের বউবাজারের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
একইসাথে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে ইডি হানা উপস্থিত দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস এবং পুলিশের আধিকারিক।
দেখুন বিস্তারিত :