কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
লোকসভা নির্বাচনের আগে পুলিশ আধিকারিক দের বড়সড় রদবদল গোটা রাজ্য জুড়ে। রাজ্যজুড়ে 79 জন পুলিশ আধিকারিক দের রদবদল করা হল। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী রদবদল। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক দের থেকে নিয়ে এস ডি পি ও পর্যন্ত রদবদল। বিভিন্ন জেলায় এস ডি পি ও কে অন্যত্র বদলি করল নবান্ন। 31 জন আইপিএস এবং 48 জন ডাব্লিউ বি পি এস আধিকারিক দের রদবদল করা হল।Document_01
152024181940
042_0001
বদলি কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কে দেওয়া হল। নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের দফতর পাঠানো হল।




