কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
রাজ্যের 5 টি আসনে রাজ্য সভা নির্বাচন। চলতি বছরে এপ্রিল মাসে হতে পারে রাজ্যের পাঁচটি রাজ্য সভা আসনে নির্বাচন। সংখ্যা গরিষ্ঠতায় তৃণমূলের 4 টি প্রার্থী জয় নিশ্চিত। আগামী এপ্রিল মাসেই এই পাঁচটি আসনের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষ হচ্ছে রাজ্য সভা সাংসদ নাসিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, সুভাশিষ চক্রবর্তী, শান্তনু সেনের। এছাড়া কংগ্রেসের অভিষেক মানু সিংহভির মেয়াদ ও শেষ হচ্ছে এপ্রিল মাসেই।
2রা এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে এই পাঁচ রাজ্য সভার সাংসদদের। তার আগে নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে।তবে তৃণমূলের এই চার জন সাংসদ দের কে প্রার্থী করা হবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি দলের মধ্যে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন পরিসংখ্যানের নিরিখে চারটি আসনের তৃণমূলের নিশ্চিত। তবে কংগ্রেসের রাজ্য সভা আসন থাকার প্রায় ক্ষীণ। গতবার তৃণমূলের সমর্থনে কংগ্রেসের রাজ্য সভা আসন পায়। বর্তমানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 216। অন্য দল থেকে তৃণমূলের যোগদান করার পর আসন দাড়িয়েছে 225 টি আসন। সেই পরিসংখ্যান অনুযায়ী তৃণমূলের 4 টি আসন প্রায় নিশ্চিত। বর্তমানে রাজ্য বিজেপির আসন 67 টি। ফলে একটি রাজ্য সভার আসন বিজেপি খাতায় যেতে পারে।