spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

ধর্মীয় সম্প্রীতি সমাবেশের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় 22 জানুয়ারি কলকাতায় !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , তিনি কাউকে পাল্টা দিতে বা কোনও প্রতিবাদ করার জন্য এই মিছিল করছি না। তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এর আগে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি “গিমিক শো” বলে মন্তব্য করেন ।

রাজ্য সচিবালয়ে মিডিয়াকে সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন : “আমি কারও বিরুদ্ধে বা কোনও প্রতিবাদ করার জন্য এটি করছি না। আমি আগেই বলেছি ধর্ম ব্যক্তির কিন্তু উৎসব সবার। 22 এ জানুয়ারী, আমি প্রথমে মা কালীর প্রার্থনা করব এবং তারপর সমাবেশের নেতৃত্ব দেব। পার্ক সার্কাসে পৌঁছানোর আগে এটি মন্দির, মসজিদ, গুরুদ্বার এবং গির্জাগুলিতে স্পর্শ করবে।

পাশাপাশি বিজেপিকে নিশানা করে ব্যানার্জি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় রেল মন্ত্রক গত বছরের নভেম্বরে রাজ্য সরকারকে জানিয়েছিল যে বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাওয়ার জন্য নবনির্মিত পথচারী স্কাইওয়াকটি পূর্ব-পশ্চিম মেট্রো রেল প্রকল্পের জন্য ভেঙে ফেলতে হবে।

জোকা-ধর্মতলা মেট্রো লাইন ও দক্ষিণেশ্বর-ব্যারাকপুর মেট্রো সম্প্রসারণ নিয়ে ফের একবার সংঘাতের মুখে কেন্দ্র ও রাজ্য। সম্প্রতি জোকা মেট্রো লাইনের জন্য বডিগার্ড লাইনসের জায়গা চেয়েছে রেল। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভেঙে দেবার কথা বলেছে রেল। যদিও এই দুই ক্ষেত্রেই সম্পূর্ণ অনমনীয় রাজ্য। নবান্ন সূত্রে খবর কোনভাবেই স্কাইওয়াক ভাঙতে দেয়া যাবে না। এমনকি বডিগার্ড লাইনসের জমিও তুলে দেয়া যাবে না রেলের হাতে। বিকল্প হিসেবে নবান্নের বক্তব্য দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ওপর দিয়ে লাইন নিয়ে যাক রেল। অন্যদইকএ বডিগার্ড লাইনসের জমি অধিগ্রহণ নিয়ে রেলের বক্তব্য তারা নতুন বিল্ডিং করে দেবেন পুলিশের জন্য। সে কথা মানতে নারাজ রাজ্য তাদের বক্তব্য বডিগার্ড লাইনস এর পাশেই রয়েছে সেন্ট থমাস স্কুল। তাদের প্রচুর জমি রয়েছে। এমনকি আর্মির জমি রয়েছে বডিগার্ড লাইনস এর পাশে। সেখান দিয়েই জোকা মেট্রোর জন্য লাইন নিয়ে যাক রেল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks