কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
রেড রোড থেকে শুরু হয় কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের DG রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সেই অনুষ্ঠানেই হঠাৎই ভেঙে পড়ে তোরণ। দৌড় চলাকালীন রেড রোডের ওপর দমকা হাওয়ায় ওই তোরণ ভেঙে পড়ে যায় বলে খবর। মাথায়, ঘাড়ে ও কোমরে চোট পান কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ওয়ান) মুরলীধর শর্মা। তাঁকে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর সবাই সুস্থ আছেন।
আজ কলকাতা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথনের ১০ কিলোমিটার দৌড়ে সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ২১ ও ৫ কিলোমিটার দৌড়ের আরও দুটি বিভাগ ছিল। পুলিশ সূত্রে খবর, ২৫ হাজার প্রতিযোগী অংশ নেন। রেড রোড থেকে শুরু হয় দৌড়।
বিস্তারিত দেখুন :