কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি বাংলায় রাজ্যসভা নির্বাচন চলছে দেশ জুড়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। পাশাপাশি তার আগেই এবার রাজ্যের পাঁচ আসনে অনুষ্ঠিত হবে রাজ্যসভা নির্বাচন।
অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে ভোট গ্রহণ।উল্লেখ্য রাজ্যসভায় বাংলায় মোট রয়েছে ১৬টি আসন । যার মধ্যে পাঁচটি আসনের মেয়াদ শেষ হচ্ছে ২ রা এপ্রিল। আর তার আগে এই আসনগুলির নির্বাচন সেরে ফেলতে চাইছে কমিশন। সেই মত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে খবর।
কিন্তু এবার কোন পাঁচ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে? জানা গিয়েছে, ২০২৪ সালের ২ এপ্রিল রাজ্যসভার ৪ তৃণমূল সাংসদ শুভাশিষ চক্রবর্তী, আবীর বিশ্বাস, নাদিমুল হক ও শান্তনু সেনের মেয়াদ শেষ হচ্ছে।
এছাড়াও কংগ্রসের সাংদ অভিষেক মনু সিংভির মেয়াদও শেষ হচ্ছে ২ এপ্রিল। নির্বাচন কমিশনের এক কর্তা বলেন, ‘সাধারণত সাংসদদের মেয়াদ শেষের সপ্তাহ খানেক আগেই নির্বাচন হয়ে গিয়ে থাকে। এটাই রীতি। এই নিয়ম মেনে এই পাঁচ আসনে এবারও ভোট হবে।’
যদিও ২০২৩ সালে অবশ্য সাংসদদের মেয়াদ শেষের বেশ খানিকটা আগেই নির্বাচন সেরে ফেলেছিল কমিশন। সেবার তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায় ও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের আসনটি খালি হয়েছিল। এদের প্রত্যেকের মেয়াদ ছিল ২০২৩ সালের ১৮ আগস্ট পর্যন্ত। কিন্তু তার বেশ খানিকটা আগে ২৪ জুলাই ওই আসনগুলিতে নির্বাচন সেরে ফেলেছিল কমিশন। এবার লোকসভা নির্বাচনী প্রস্তুতির কারণে মার্চের মাঝামাঝি সময় এই পাঁচ আসনে কমিশন নির্বাচন করতে চাইছে বলে সূত্রের খবর।