কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে এসে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন :
।।উনিশ দিন পর সন্দেশখালিতে আবার ইডি শেখ শাহজাহানের বাড়িতে।।
রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। সে একজন ক্রিমিনাল বড় অপরাধী বহুদিন ধরে অপরাধের সঙ্গে যুক্ত খুনখারাপি লুটপাট সব করেছে। সেই অপরাধে তথ্য এসে গেছে সব এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে সেই জন্য পুরো শক্তি লাগিয়েছে।
।।*অনুব্রতর গুরুত্ব বজায় থাকবে: বীরভূমের সভায় বললেন মমতা।।
মমতা ব্যানার্জি যদি অনুব্রত পার্থর মত লোকদের বাদ দিতে থাকে পার্টিটাই তো উঠে যাবে।সেখানে ঠক বাচতে গাঁ উজাড় হয়ে যাবে। সমস্ত দুর্নীতিগ্রস্ত সমস্ত চোর ছেচর তারাই এখন টিএমসিতে আছে। কোন ভদ্রলোক নেই। যারা ছিল পুরানো তারাও সরে গেছে বসে গেছে তাদেরকে না রাখলে পার্টি চলবে না। ইলেকশন তারাই করায় পয়সা তুলে তারাই দেয়। আজকে পশ্চিমবাংলায় যে এত বেশি দুর্নীতি এত বেশি হিংসা এই লোক গুলোই করে তাদেরকে তারা পার্টির নেতা বানিয়েছে।
বিস্তারিত দেখুন :