কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আগামী ২৭ তারিখ প্রতিটা মন্ডলের পথ অবরোধ ও মিছিল এর ডাক দিল উত্তর কলকাতার বিজেপি !
শ্যাম বাজার, জোড়াসাঁকো সহ বেশ কিছু জায়গায় নমো,নব মতদাতা সন্মেলন বন্ধ করে দিয়েছে পুলিশ বলে দাবি বিজেপির।
শ্যামবাজারে বিজেপির প্রতিবাদ।
আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ২৭ তারিখ প্রতিটা মন্ডলের পথ অবরোধ ও মিছিল এর ডাক দিল উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ।
বিস্তারিত দেখুন :