spot_img
29.4 C
Kolkata
Tuesday, July 1, 2025
spot_img

বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে ! বিজেপি সাংসদ দিলীপ ঘোষ !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং সংববদিকদের মুখোমুখি হয় বলেন :

মুখ্যমন্ত্রী গাড়িতে ধাক্কা, উনি বলছেন,২০০ কিলোমিটার গতিবেগ ছিল

(হেসে) গাড়ির গতি ভারতবর্ষে ২০০ কিলোমিটার হয় কিনা আমি জানিনা। উনি বিমানে চড়লে দুর্ঘটনার ভয়। উনি গাড়িতে চড়লে দুর্ঘটনার ভয়। কেন এরকম হচ্ছে? শুধু খবর করার জন্য? যদি সত্যিই এরকম হয় তাহলে বলব ভগবানের আশীর্বাদ। উনি বেঁচে গেছেন। উনি তো পুলিশ মন্ত্রী। ট্রাফিক ওনার হাতেই। উনি যদি সুরক্ষিত না হন, বাকিদের কি অবস্থা হবে? ২০০ বা ৩০০ প্রশ্ন নয়। ট্রাফিক কতোটা কন্ট্রোলে তা নিয়ে চিন্তা আছে।

মুখ্যমন্ত্রীর গাড়িতে ধাক্কা লাগা প্রসঙ্গ

জোটের ধাক্কা বা গাড়ির ধাক্কা শুধু নয়, ওনার মনের ধাক্কা বুঝতে পারছেন কি? রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা জোটে যাব না। এটা তো সিদ্ধান্ত। ঘোষণা করুন গুছিয়ে। আসলে মোদী যে ধাক্কা দিয়েছেন তা সামলাতে পারছেন না ভালো করে।

রাজ্যপালকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্লোগানিং

পশ্চিমবঙ্গে আর কালচার বলে কিছু নেই। রাজনীতি বা শিক্ষাক্ষেত্র। কোনো ডিসিপ্লিন নেই। সৌজন্য সভ্যতা সংস্কৃতির লেশ মাত্র নেই। সব থেকে উপদ্রুত জায়গা। ২০ বা ৩০ বছর ধরে আফগানিস্তান বা সিরিয়ায় মতো দেশে বিপ্লব বা ক্রান্তি চলছে, সেখানে এগুলো আশা করা যায়। ভারতের মতো একটা সভ্য জায়গায় এটা আশা করা যায়না। এটার কারণ মুখ্যমন্ত্রী নিজে। তার নিজের চালচলন কথাবার্তা বাকিদের এই ধরনের উশৃঙ্খল আচরণে প্রশয় দিচ্ছে।

সন্দেশ খালিতে শেখ শাজাহানের বাড়িতে তল্লাশি, শীতঘুমে ইডি?

ইডি কি আদৌ ওকে ধরতে গেছে? সার্চ করতে গেছে? নোটিশ দিতে গেছে? সেটা ইডি বলতে পারবে। ধরে দেওয়ার কাজ ইডি র নয়। ওটা পুলিশের কাজ। পুলিশ যদি নিজেই তাকে লুকিয়ে রাখে, তাকে পাওয়া যাবে না। পাঁঠার ইচ্ছায় কালীপুজো হয়? পাঁঠা কোনোদিনই চাইবে না পুজো হোক। তাহলে তার মায়ের কোল খালি হয়ে যাবে।

রাহুলের ন্যায় যাত্রা

যাত্রার কি ফল সেটা আগামী দিনে বোঝা যাবে। এর আগে উনি ৩০০০ কিলোমিটার যাত্রা করে সব রাজ্যে হেরে গেলেন। পশ্চিমবঙ্গে ওদের মহামন্ত্রী খুব টেনশন করছেন। কাল মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের অনুমতি নেওয়া হয়নি। জোট সঙ্গী নিজেই রাজ্যে ঢুকতে পারবেন না। যাত্রা করতে দেবে না। সভা করতে দেবে না। কংগ্রেস দেখুক কার সঙ্গে ওরা জোট করতে যাচ্ছিল।

বিস্তারিত দেখুন :

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles