কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আসন্ন রাজ্যসভা নির্বাচন এবং লোকসভার নির্বাচনে কোনভাবেই অংশগ্রহণ করতে পারবেন না তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক তথা মন্ত্রী যারা এই মুহূর্তে কারাগারে বন্দী রয়েছেন। ১) পার্থ চট্টোপাধ্যায়, ২) মানিক ভট্টাচার্য্য,৩) জীবনকৃষ্ণ সাহা এবং ৪) প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
জাতীয় নির্বাচন কমিশনের যে আইন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ১৯৫১ অনুযায়ী সেকশন ৬২ ধারাতে পরিস্কার বলা আছে যে, কারাগারে বন্দিরত কোন ব্যক্তি যার বিচার চলছে সে দেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা।
সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের এই নিয়ম অনুযায়ী আসন্ন রাজ্যসভা এবং লোকসভা নির্বাচনে কোনভাবেই অংশগ্রহণ করতে পারছেন না বা পারবেন না তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক তথা মন্ত্রী।
আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। রাজ্যসভার নির্বাচনে কেবলমাত্র ভোট দিতে পারেন লোকসভার সংসদ এবং বিধানসভার বিধায়কেরা, এক্ষেত্রে আগামী ২৭শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিধানসভায় রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই ভোট দানে অংশগ্রহণ করতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য্য ও জ্যোতিপ্রিয় মল্লিক। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।