spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

অবশেষে রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ !

কলকাতা টাইমস নিউজ :

অবশেষে রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

অপেক্ষার অবসান !    

মার্চ মাসের প্রথম সপ্তাহেই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। শুধু তাই নয় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর ১লা মার্চ বিকেলেই রাজ্যে আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 

সন্ধ্যাবেলায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকসহ দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে ফুল বেঞ্চ বৈঠক করবে। ২রা মার্চ সকাল দশটা থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে করবে বৈঠক, শুনবেন সকলের অভাব অভিযোগ।

রপর প্রত্যেক জেলা শাসক এবং পুলিশ সুপার দের সঙ্গে নির্বাচন কমিশনের হবে দীর্ঘক্ষণের বৈঠক। পরের দিন অর্থাৎ ৩রা মার্চ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে প্রথমে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন পরিষেবার ক্ষেত্র নিয়ে। এরপরেই কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশন মুখোমুখি হবে সংবাদ মাধ্যমের সঙ্গে আর তারপরেই সোজা উড়ে যাবে দিল্লির উদ্দেশ্যে। 

এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যা খবর সেই অনুপাতে মার্চ মাসের ১০ তারিখের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্টক প্রকাশ হতে পারে। একদিকে নির্বাচন কমিশন এখন থেকেই আটোসাটো ভাবে যেমন কোমড় বেঁধে নেমে পড়েছে এখন সেখান থেকেই দেখার অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে জাতীয় নির্বাচন কমিশন কতটা সক্ষম হয় ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks