কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
মঙ্গলবার সকাল ৮ টার ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় সরকারি আবসনে ইডির তদন্তকারী অফিসাররা হানা দেয় । সরকারি আবাসনের ব্লগ-বি ব্লিডিং এর দোতলায় থাকা ঝাড়গ্রাম জেলার মাইনোরিটি সেলের আধিকারিক শুভ্রাংশু মন্ডল এর কোয়ার্টারে ইডি হানা দেয় ।
এদিন সকালে সরকারি আবাসন চত্বর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় । প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলায় কর্মরত থাকাকালীন ভুয়ো জাতিগত শংসাপত্র অথবা ১০০ দিনের কাজের দুর্নীতি এই দুই বিষয়ে তদন্তের জন্য ইডি শুভ্রাংশু মন্ডল এর কোয়ার্টারে হানা দিয়েছে ।
যদিও, ইডি কি বিষয়ে তদন্ত করার জন্য শুভ্রাংশু মন্ডল এর বাড়িতে হানা দিয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। সরকারি আবাসনে ইডির হানা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার । শুভ্রাংশু মন্ডল এর কোয়ার্টারের ভেতরে যাওয়ার চেষ্টা করলে আইসিকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা । কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান সাফ জানিয়ে দেন ইডির কোন আধিকারিক নির্দেশ না পাওয়া পর্যন্ত কোয়ার্টারের ভিতরে কাউকেই যেতে দেওয়া হবে না । আইসি বলেন, কি কারণে এখানে তদন্ত হচ্ছে সেই বিষয়ে আমাকে জানাতে হবে আমি এখানকার স্থানীয় অথরিটি । তারপরেই ইডি এর আধিকারিকরা ফোন মারফত জানান আইসি কে কেন এখানে তদন্ত করা হচ্ছে মেল মারফত পুলিশ সুপারকে জানিয়ে দেওয়া হবে ।
বিস্তারিত দেখুন :