কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
বিদেশের আদলে কলকাতার প্রাচীন নিউ মার্কেট কে নাইট মার্কেট করার প্রস্তাব গৃহীত হয়েছে বলে দাবি করল হকার সংগ্রাম কমিটির। বুধবার কলকাতা পৌর সংস্থার কনফারেন্স রুমে টাউন ভেন্ডিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন চেয়ারম্যান তথা মেয়র পরিষদ হকার পূর্নবাসন বিভাগের মেয়র পরিষদ দেবাশীষ কুমার। বৈঠকে একদিকে যখন শাহরে হকার সমস্যা মেটাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ।
অন্যদিকে বৈঠকে উপস্থিত হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও টাউন ভেন্ডিং কমিটির সদস্য শক্তিমান ঘোষ সহ কমিটির অন্যান্য সদস্য সহ পৌর কমিশনার ধাবল জৈন পৌর সচিব সহ পৌর আধিকারিকরা উপস্থিত ছিলেন। হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে নিউ মার্কেট অঞ্চলে নাইট মার্কেটের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানালেন হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ। তার দাবি বৈঠকে টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা তাদের প্রস্তাব কে গৃহীত করেছেন । এই প্রস্তাবে নিউ মার্কেটে একটি অঞ্চলে রাতের সময় যানবাহন নিয়ন্ত্রণ করে নাইট মার্কেট করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। সন্ধ্যা ৬ টা থেকে ভোর রাত ৪ টে পর্যন্ত নিউ মার্কেটের বেশ কয়েকটি অঞ্চলে এই নাইট মার্কেট করার প্রস্তাব দেওয়া হল বলে জানান শক্তিমান ঘোষ। তাদের প্রস্তাব অনুযায়ী রিগ্যাল সিনেমা থেকে চ্যাপলিন স্কোয়ার হয়ে হগ স্ট্রিটের রাস্তা চালু রাখা । লিন্ডসে স্ট্রিট সহ বাকি অঞ্চলের রাস্তার যানবাহন বন্ধ করার প্রস্তাব দিল তারা বলে জানান তিনি। তাদের দাবি নিউ মার্কেটের নাইট মার্কেট হলে ব্লক ওয়ে তে বসার সমস্যা থাকবে না বলে দাবি হকার সংগ্রাম কমিটির। শক্তিমান ঘোষের মত অনুযায়ী তাদের প্রস্তাব গৃহীত হয়েছে। আর সেই প্রস্তাব নিয়ে পৌর কমিশনার ধাবল জৈনের সাথে আলোচনা করে রাজ্য সরকারের কাছে পাঠানোর কথা বলেছেন কমিটির চেয়ারম্যান এবং মেয়র পরিষদ হকার পূর্নবাসন বিভাগ দেবাশীষ কুমার। অন্যদিকে টাউন ভেন্ডিং কমিটির আর এক সদস্য দেবাশীষ দাস জানান যে দেশের অনেক জায়গায় নাইট মার্কেট রয়েছে। সেই ভাবে যদি কলকাতার নিউ মার্কেট অঞ্চলের একাংশে নাইট মার্কেট করলে ব্লক ওয়েতে হকার বসার সমস্যার সমাধান হবে বলে দাবি দেবাশীষ দাসের। হকার সংগ্রাম কমিটির এই প্রস্তাব টাউন ভেন্ডিং কমিটি গৃহীত হয়েছে। এই প্রস্তাব কে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে অনুমোদন করার জন্য রাজ্য সরকার কে পাঠানো হবে বলে জানিয়েছেন হকার সংগ্রাম কমিটির সদস্যরা। এই নাইট মার্কেট বাজারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকলে নিউ মার্কেট কে একটা পর্যটন কেন্দ্রে হিসাবে ব্যাবহার করা সম্ভব হবে বলে টাউন ভেন্ডিং কমিটি কে প্রস্তাব দিয়েছে হকার দের সংগঠন হকার সংগ্রাম কমিটি।
যদিও সমগ্র বিষয় হকার সংগ্রাম কমিটির প্রস্তাব নিউমার্কেটে কে নাইট মার্কেট করার প্রস্তাব গৃহীত হয়ছে বলে যে দাবি তা নিয়ে আসলেই রয়ে গেছে এখনো অনেক প্রশ্ন।
এই সমগ্র প্রস্তাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন প্রাথমিকভাবে রাজি হয়ে গিয়ে থাকলেও এখন প্রশ্ন কলকাতা পুলিশ বা কলকাতার নগর পাল বিনীত গোয়েল এ বিষয়ে শেষমেষ তার শিল মোহর দেবেন কিনা।
এই প্রস্তাবের আড়ালে প্রশ্ন ওঠার বহুকারণের মধ্যে অন্যতম কারণ হলো বাংলাদেশি সহ পৃথিবীর বহু প্রান্ত থেকে পর্যটকদের আনাগোনা এই নিউমার্কেট চত্বরে , ফলে একদিকে যেমন ল এন্ড অর্ডার অন্যদিকে কলকাতা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক কতটা সক্ষম হতে পারবে সন্ধ্যে ৬ টা থেকে ভোর চারটে অবধি মানুষের ঢল সামলাতে তা নিয়েই কিন্তু রয়ে গেল বহু প্রশ্ন। নিউ মার্কেট চত্বরে সকাল থেকে রাত অবধি কলকাতার মানুষ সহ এই পর্যটকদের ভিড়ও কিন্তু কম কিছু নয় প্রায়শই দেখা যায় এই পর্যটকদের নিউমার্কেটে চত্বরে ভিড় জমাতে।
এখন সময়ের সাথে দেখার মূলত দুটি বিষয় এক শহর কলকাতার নগরপাল বিনীত গোয়েল এমন এক সিদ্ধান্ত কে শেষমেষ তার শীলমহর লাগান কিনা অন্যদিকে রাজ্য সরকার পুলিশের অনুমোদন ছাড়া বা তাদের নিজেদের ভাবনা চিন্তায় এমন এক প্রস্তাবকে ঠিক কিভাবে গ্রহণ করে বাস্তবায়িত করবে ।
সবমিলিয়ে পশ্চিমবাংলায় উন্নয়নের এই জোয়ার কে নিউমার্কেট কে নতুন ভাবে নাইট মার্কেটে করার এমন এক প্রস্তাব কতটা গৃহীত হবে সময়ের সাথে এখন সেটাই দেখার ।