কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
“ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না ? “ ভুয়ো ভোটার নিয়ে ফুল বেঞ্চের প্রশ্নের মুখে একাধিক জেলার জেলাশাসক।”অভিযোগ এসেছে একাধিক অফিসার সঠিক পদক্ষেপ করছেন না।”হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে। হিংসার কোন জায়গা দেওয়া যাবে না নির্বাচন চলাকালীন।
“জেলাশাসক – পুলিশ সুপারের বৈঠকে কড়া বার্তা চিফ ইলেকশন কমিশনারের।সবাই কে মাঠে নেমে কাজ করতে হবে।” বৈঠকে নির্দেশ চিফ ইলেকশন কমিশনার এর। বৈঠকের ১ ঘণ্টার মধ্যেই ভুয়ো ভোটার নিয়ে জেলাশাসক – পুলিশ সুপার দের বার্তা। প্রত্যেক সপ্তাহে জেলাশাসক – পুলিশ সুপারদের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে হবে। এটা বাধ্যতামূলকভাবে করতে হবে। লোকসভা নির্বাচনে বিজ্ঞপ্তি জারি হবার পর থেকেই জেলাশাসক পুলিশ সুপারদের সপ্তাহ ভিত্তিক বৈঠক বাধ্যতামূলক। কমিশনের ফুল বেঞ্চ জানিয়ে দিল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের দের। একসঙ্গেই করতে হবে বৈঠক।