কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
সোমবার রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার জন্য পনেরো মিনিট করে সময় নির্ধারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। কলকাতার প্রাণকেন্দ্র, ধর্মতলার একটি বেসরকারি হোটেলে মোট ১২০ মিনিট অর্থাৎ দু’ঘণ্টা ধরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার(সিইসি), ডেপুটি ইসি, প্রিন্সিপাল সেক্রেটারি, সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সহ মোট ১৫ জন সদস্য।আর ওই বৈঠকেই নিজেদের সমস্ত অভাব-অভিযোগ-ক্ষোভের কথা তুলে ধরবে রাজনৈতিক দলগুলি। সকাল সাড়ে নটা থেকে শুরু হওয়া ওই বৈঠক চলবে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত। আর তারপরেই নির্বাচন কমিশন ঠিক করবে সমস্ত কিছু।
এদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই শনিবার জেলায় রুট মার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকাল থেকেই শহরের রাস্তাতেও কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ শুনতে পেয়েছেন কলকাতার নাগরিকরা। রুট মার্চ হয়েছে পূর্ব যাদবপুরের সার্ভেপার থানা এলাকা সহ বিভিন্ন এলাকায়। এখন দেখার বিষয় কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ মানুষের মনে ভোটকেন্দ্রে এসে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দান করতে কতটা সাহস জোগাতে সক্ষম হয়। কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ, জনসংযোগের প্রচেষ্টা কতটা প্রভাব ফেলে জনসাধারণের মনে অপেক্ষা এখন শুধু সেই সময়ের।
বিস্তারিত দেখুন :