spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

লোকসভা নির্বাচনের আগে রাজ্য সীমানায় সিসি টিভি নজরদারি চালু করছে নির্বাচন কমিশন !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

2024 এর লোকসভা নির্বাচনের আগে অবৈধ মদ চালান রুখতে আবগারি বিভাগ আন্ত:রাজ্য সীমানাগুলিতে সিসি টিভি নজরদারি চালু করছে। নির্বাচন কমিশন এবার লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মদের চোরাচালান রোখার উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিহারের মত মদ বর্জিত প্রতিবেশী রাজ্য গুলির ওপর বিশেষ ভাবে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে আবগারি দফতর। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কোচ বিহার, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, বীরভূম, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দার্জিলিঙের সীমান্তবর্তী ১১ টি চেক পয়েন্টে সিসিটিভি বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সিসিটিভির মাধ্যমে আন্ত:রাজ্য সীমান্ত গুলির নাকা পয়েন্ট দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহনের লাইভ ওয়েব কাস্টিং করা হবে। সন্দেহজনক যে কোনো গাড়ি থামিয়ে পরীক্ষা করে দেখা হবে বলে আবগারি বিভাগ সূত্রে জানা গেছে।

আন্তঃরাজ্য মাদক পাচারকারীরা মাদক পাচারের জন্য আন্তঃরাজ্য বাস পরিষেবাগুলিকে কাজে লাগাচ্ছে এমন রিপোর্টের পরে, পুলিশ এবং আবগারি দফতরের যৌথ স্কোয়াড হাইওয়েগুলিতে আচমকা হানা দিতে শুরু করেছে। সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখতে সমস্ত প্রধান বাস স্ট্যান্ড গুলিতে লোক রাখা হচ্ছে। বর্ধিত নজরদারির অংশ হিসাবে, আন্তঃরাজ্য বাস অপারেটরদের ইতিমধ্যেই তাদের নজরদারি উন্নত করতে বলা হয়েছে এবং অবিলম্বে সংশ্লিষ্ট স্কোয়াডগুলিতে কোনও সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করতে বলা হয়েছে। বিভিন্ন পয়েন্টে যাত্রীদের মালপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

পাশাপাশি পুলিশ এবং আবগারি বিভাগ সূত্র জানিয়েছে প্রতিবেশী রাজ্যগুলোর আবগারি দফতরের সঙ্গেও সমন্বয় বাড়ানো হচ্ছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks