কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
গত ১০ ই মার্চ ব্রিগ্রেডের জনসভা থেকে আগামী লোক সভা নির্বাচনে ৪২ টি প্রার্থীর নাম ঘোষণা করে বড়ো চমক দেয় তৃণয়মূল কংগ্রেস। এর পরেই বহরমপুরে তৃনমুল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে উগ্রে দেন ক্ষোভ বিদ্রোহী হুমায়ন কবীর। বলেন প্রয়োজনে নির্দল হয়ে দাঁড়াবেন যদিও দল চাইলে ব্যবস্থা নিতে পারে।
সমগ্র বিষয়ের বিস্তারিত দেখুন :