spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

বাজলো ভোটের ঘন্টা – ১৮ তম লোক সভা নির্বাচন ২০২৪ !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

সুষ্ঠ অবাধ ও শান্তিপূর্ন নির্বাচন করতে একদিকে কমিশন তৎপর। আর সেই তৎপরতাকে সঙ্গে নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেমে নেই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিলেন কোনোভাবেই কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না।

এমতাবস্থায় রাজ্যে সাত দফায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানালেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের সব বুথেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। ৫৯৪২টি বুথ এবার রাজ্যে মহিলাদের দ্বারা পরিচালিত হবে এবং প্রতি জেলায় একটি করে বুথ হবে যা পরিচালনা করবে বিশেষ ভাবে সক্ষম ভোট কর্মিরা।

এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা এবং উত্তর চব্বিশ পরগনার বরাহনগরে হবে এই দুটি নির্বাচন। তবে মুখ্য নির্বাচন কমিশনার এদিন পরিষ্কার ভাষায় জানিয়েছেন, রাজনৈতিক দলগুলি যেন এবার তাঁদের ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখে। এই নির্দেশকে উপেক্ষা করলে তৎক্ষণাৎ পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন।

অন্যদিকে, আঠারো বছরের নীচে কোনও ছেলে বা মেয়েকে কোনও রাজনৈতিক দল তাদের প্রচারের কাজে ব্যাবহার করতে পারবে না। এই রাজ্যে এখনও পর্যন্ত ৬৮.৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যা, প্রথম থেকে উদ্বেগ বাড়িয়েছে একদিকে রাজনৈতিক দল অন্যদিকে নির্বাচন কমিশনের। আগামী ১৮ মার্চ সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে রাজ্যের সব জেলাশাসক এবং রিটার্নিং অফিসারদের সঙ্গে জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্স করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ্য অন্যান্য আধিকারিকেরা।

এর পাশাপাশি কমিশন সূত্রে খবর, ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে প্রথম দফা নির্বাচনে এবং আগামী সপ্তাহে রাজ্যে আসছে ফের বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী। এখন দেখার বিষয়, একদিকে আঁটোসাঁটো নিরাপত্তা অন্যদিকে সব ব্যপারেই নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ এই দুইয়ের মাঝে আদপে রাজ্যে কতটা সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ন নির্বাচন করাতে সক্ষম হয় জাতীয় নির্বাচন কমিশন।

১)প্রথম দফায় থাকবে ২২৫কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
২) সোমবার সকাল ১২:৩০মিনিট থেকে রাজ্যের সব জেলা শাসক ও রিটার্নিং অফিসারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

১৮ তম লোক সভা নির্বাচন ২০২৪ এক নজরে :

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks