কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
১৮ তম লোক সভা ২০২৪ এর নির্বাচন ঘোষণার পর দেশজুড়ে সি ভিজিল অ্যাপসের মাধ্যমে 79 হাজার অভিযোগ জমা পড়েছে। 79 হাজার অভিযোগের মধ্যে 99% অভিযোগের নিষ্পত্তি হয়েছে।
যার মধ্যে 89% অভিযোগ শুধুমাত্র 100 মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। দেশজুড়ে আজ পর্যন্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রায় 79 হাজার অভিযোগ জমা পড়েছিল। 58 হাজার 500 প্রায় 78% অভিযোগ বেআইনি হোর্ডিং নিয়ে অভিযোগ হয়েছিল। মোট অভিযোগের 1400 শুধুমাত্র টাকা দেওয়া উপহার বিলি না মদ বিতরণ নিয়ে অভিযোগ ছিল। 2454 টি অভিযোগ প্রায় 3% সম্পত্তি বিকৃতকরণ জন্য জমা পড়েছিল। 535 টি অভিযোগ ভয় দেখানো এবং অস্ত্র পরিদর্শন করার জন্য জমা পড়েছে।
535 টি অভিযোগের মধ্যে 529 টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে প্রেস নোট জারি করে জানিয়ে জাতীয় নির্বাচন কমিশন। 1000 অভিযোগ প্রচারের সময়সীমার সময় পেরিয়ে যাওয়া পরে ও মাইক ব্যবহার করা এবং প্রচার চালানোর অভিযোগ রয়েছে। সি ভিজিল অ্যাপসের মাধ্যমে আদর্শ নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের উপরে লাগাম টানতে সক্ষম হয়েছে বলে দাবি জাতীয় নির্বাচন কমিশনের।