কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
প্রথম দফা নির্বাচনের তিনটি লোকসভা কেন্দ্রে কোন জায়গায় কত বাহিনী থাকবে সেই নিয়ে চূড়ান্ত তালিকা পেশ করল কমিশন। ওই তালিকা অনুযায়ী আলিপুরদুয়ারের মোট ১৩০০ বুথে মোট 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। যারা ১৬ এপ্রিলের মধ্যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে পৌঁছে যাবেন। ইউ আর টি থাকবে ১৯ টি সেকশন। রাজ্য পুলিশের লেডি কনস্টেবল থাকবেন 142 জন। এসআই বা এএসআই পদাধিকারী অফিসার থাকবেন ৩০৩ জন। ইন্সপেক্টর থাকবেন বাইশ জন। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য মোট তিন সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনীতে থাকবেন ৬৬০ জন। রাজ্য পুলিশের টোটাল ফোর্সে থাকবেন ২৪৫৪ জন। কনস্টেবল বা এনভিএফ বা এইচজি বাহিনীতে মোট থাকবেন ২,৩১২ জন।
কোচবিহারের ২৫৩৭ টি বুথের নিরাপত্তার জন্য মোট ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। লেডি কনস্টেবল থাকবেন ২৫২ জন। কিউআরটির জন্য থাকবেন ২৭ সেকশন সিএপিএফ বাহিনী। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য থাকবে তিন সেকশন কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের এসআই বা এএসআই র্যাংকিংয়ের পদাধিকারী থাকবেন ৫১৯ জন এবং ইন্সপেক্টর র্যাঙ্কিংয়ের পদাধিকারী থাকবেন ৪০ জন। লাঠীধারি থাকবেন ৩,০৩৫জন। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীতে থাকবেন মোট ১,১১৬জন। কোচবিহারের জন্য রাজ্য পুলিশের টোটাল ফোর্সে ৪,৫২০জন। কনস্টেবল বা এনভিএফ বা এইচজি বাহিনীতে মোট থাকবেন ৪,২৬৮জন।
জলপাইগুড়ির ক্ষেত্রে মোট বুথ সংখ্যা ১,৬০৮। মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৭৫ কোম্পানি। এর মধ্যে কিউআরটির জন্য থাকবে ২২ সেকশন। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীতে থাকবেন ৮৭২ জন। লেডি কনস্টেবল থাকবেন ১৭৮ জন। রাজ্যে পুলিশের এসআই বা এসআই পদাধিকারী থাকবেন ৩৯৮ জন এবং ইন্সপেক্টর পদাধিকারী থাকবেন ২৭ জন। লাঠি ধারী থাকবেন ১,৯৫৪ জন। রাজ্য পুলিশের টোটাল ফোর্সে থাকবেন ৩,০৭৭জন। স্ট্রংরুমের নিরাপত্তার জন্য ছয় সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কনস্টেবল বা এনভিএফ বা এইচজি বাহিনীতে মোট থাকবেন ২,৮৯৯জন।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে মোট বুথের সংখ্যা ৩৬৯। মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ১৩ কোম্পানি। কিউআরটির জন্য থাকবে ৬ সেকশন কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের লেডি কনস্টেবল থাকবেন ৬৮ জন। এসআই বা এ এস আই পদাধিকারী থাকবেন ১০৭ জন, ইন্সপেক্টর পদাধিকারী থাকবেন দশ জন। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীতে থাকবেন মোট ২২৪ জন। লাঠি ধারী থাকবেন মোট ৫০১ জন। রাজ্য পুলিশের মোট বাহিনী সংখ্যা ৮২৪। কনস্টেবল বা এনভিএফ বা এইচজি বাহিনীতে মোট থাকবেন ৭৫৬ জন।