কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
সোমনাথ দত্ত। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।
★শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে দাবদাহের সতর্কবার্তা।
পশ্চিমের জেলাগুলিতে আগামী চার দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
★মঙ্গলবার ১৬ই এপ্রিল থেকে শুক্রবার ১৯ এপ্রিল পর্যন্ত গরম আবহাওয়া। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরো বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি। তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে।
★সোম ও মঙ্গলবার গরম ও অস্বস্তিকর কষ্টদায়ক আবহাওয়া। ১৮ ও ১৯ এপ্রিল দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা।
★কলকাতাতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে ঢুকে পড়তে পারে। গরম ও অস্বস্তি এতটাই বাড়বে যে শুক্র শনিবার নাগাদ কলকাতাতেও হিট ওয়েভের পরিস্থিতি।
★ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ১৬ এবং ১৯ এ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে ★উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শিলা বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বইবে। দার্জিলিং ও কালিম্পং জেলাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টির সতর্কতা। উপরের দিকের ৫ জেলায় বৃষ্টি চলবে তবে নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে।
★সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। হালকা পোশাক পরার পরামর্শ মাথা কাপড় দিয়ে ঢাকা অথবা ছাতা ব্যবহার করতে পরামর্শ আবহাওয়া দপ্তরের। পর্যাপ্ত পরিমাণে জল ওআরএস বা লেবু জল খাওয়ার পরামর্শ।
বিস্তারিত দেখুন :