কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
ভারতের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন বিস্তারিত :
১) দার্জিলিংয়ে মোট পোলিং স্টেশন ১৯৯৯ টি এবং ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৮ টি।
২) রায়গঞ্জ মোট পোলিং স্টেশন ১৭৩০ টি এবং ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা ৪১৮ টি।
৩) বালুরঘাটে মোট পোলিং স্টেশন ১৫৬৯ টি এবং ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০৮ টি।
দ্বিতীয় দফার নির্বাচনে ৩ টি লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন ৫২৯৮ টি এবং মোট ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা ১১৩৪।
প্রথম দফার মত, দ্বিতীয় দফার ৩ লোকসভা কেন্দ্রের নির্বাচনের আগে পর্যবেক্ষকদের নাম, ফোন নম্বর, এবং ইমেইল আইডি প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। ভোটাররা কোনো ক্ষেত্রে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লে তাঁরা সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ইমেইল আইডিতে অভিযোগ জানাতে পারবেন।
এক্সপেন্ডিচার পর্যবেক্ষকদের তালিকা :
১. দার্জিলিং :-
* শ্রী পুষ্কর কাঠুরিয়া (ফোন নম্বর – 7318695201), (email ID – deodarj@gmail.com)
* শ্রী বি নিশান্থ রাও (ফোন নম্বর – 7319349201), (email ID – chennai.ddit.inv3.3@incometax.gov.in)
২. রায়গঞ্জ:- শ্রী হারশ সিদ্ধার্থ (ফোন নম্বর – 9046227872), (Email Id – exobs.raiganj@gmail.com)
৩. বালুরঘাট :- শ্রী ভাঙ্গেপাটিল পুশকারাজ রমেশ (ফোন নম্বর :- 7586926462) (Email Id – expenditureobserver.blg6pc@gmail.com
সাধারণ পর্যবেক্ষক :
১. দার্জিলিং :- – শ্রী বিক্রম সিং মালিক (ফোন নম্বর – 736494505), (Email Id – genobs04darj@gmail.com)
২. রায়গঞ্জ – শ্রী শ্রীধর বাবু আড্ডাকানি (ফোন নম্বর – 9046227870), (Email Id – genobs.raiganj@gmail.com)
৩. বালুরঘাট – শ্রী নর্মাদেশ্বর লাল (ফোন নম্বর – 7384269466), (Email Id – generalobserver.blg6pc@gmail.com)
পুলিশ পর্যবেক্ষক :
১. দার্জিলিং :- শ্রী প্রদীপ কুমার যাদব (ফোন নম্বর – 7318748206), (Email Id – policeobserver24@gmail.com)
২. রায়গঞ্জ :- শ্রী সুভাষ চন্দ্র ডুবেই (ফোন নম্বর – 9046227871), (Email Id – udpoliceobserver@gmail.com)
৩. বালুরঘাট :- শ্রী হনুমন্তারায়া (ফোন নম্বর – 7384013279), (Email Id – observerddnj@gmail.com)