কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
2024 লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটদান 19 এপ্রিল অনুষ্ঠিত হয়৷ ভোটের প্রথম ধাপে, 21টি রাজ্য এবং 102টি নির্বাচনী এলাকায় সম্পূর্ণ হয় । 2024 সালের সাধারণ নির্বাচন সারা দেশে সাতটি ধাপে অনুষ্ঠিত হতে চলেছে, এবং শেষ হবে 1 জুন ৷
লোকসভা নির্বাচনের জন্য ভোট গণনা এবং ফলাফল ঘোষণা 4ঠা জুন অনুষ্ঠিত হবে৷
প্রথম ধাপে, নিম্নলিখিত রাজ্যগুলিতে ভোটগ্রহণ হয়েছে – অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। সন্ধ্যা 7 টা পর্যন্ত গড় ভোটারের সংখা ছিল আনুমানিক 60.03%।
প্রথম দফায় নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে – আন্দামান ও নিকোবর, লক্ষদ্বীপ, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি।