কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
চৈত্র বৈশাখের মাশটা একেবারে যেন অন্যরকম। হাওয়া অফিস অনুযায়ী আগামী দু থেকে চার সপ্তাহ সারা পশ্চিম বাংলা জুড়ে পারদ থাকবে তুঙ্গে অর্থাৎ পারা চড়ে সূর্যের অস্তিত্য জানান দেবে একেবারে সকাল থেকে মাঝবেলা। আবহ দফতর ইতিমধ্যেই জানিয়েছে সমগ্র বাংলা জুড়ে তাপমান থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রি , এমত অবস্থায় সাধারণ মানুষ গরমের ধাকায় কার্যত কাহিল বলা যায়।
অন্যদিকে বলাই বাহুল্য শহরের প্রহরীরা অর্থাৎ কলকাতা পুলিশের ট্রাফিকের সমগ্র অফিসার ,ওসি ,সার্জেন্ট ,কনস্টবল এদের উপায় বলে কিছু নেই ,তাপমান কম থাকুক বেশি থাকুক ঝড় হোক বা বৃষ্টি , সর্বদাই শহরের যানবাহন ব্যাবস্তা কে সচল রাখার নিরিখে সর্বদাই রাস্তায়। আর তাই এই অবিরাম পরিশ্রমী মানুষদের পাশে এসে দাঁড়ালেন স্বয়ং কলকাতার নগরপাল শ্রী বিনীত গোয়েল ,কলকাতার ব্যাস্ততম জায়গা পার্ক স্ট্রিট ক্রসিংয়ে আজ সকালে তাদের হাতে তুলে দেন ও আর এস ,ছাতা ,পানিও জল , এবং জলের বোতল সহ অন্নান্ন বহু কিছু।
বিস্তারিত দেখুন :