কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
রাজ্যে প্রথম দফায় ২৬৩ কোম্পানি দিয়ে ভোটের কাজ সেরেছিল নির্বাচন কমিশন। আগামী ২৬ এপ্রিল তারিখ দ্বিতীয় দফার নির্বাচন। নির্বাচনের আগে রাজ্যে প্রায় ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। সূত্রের খবর, সেখানে রাজ্যে দুশো বাহাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট সারতে চলেছে কমিশন। বাকি কেন্দ্রীয় বাহিনী অন্যান্য জেলায় থাকবে। আগামী ৭ মে রাজ্যের তৃতীয় দফার ভোট গ্রহণ, এই দফাতে রাজ্যের সব মিলিয়ে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অতিরিক্ত একশো তিন কোম্পানি ২৮ এপ্রিলের মধ্যে রাজ্যে চলে আসছে। যার মধ্যে ১৮ কোম্পানি সিআরপিএফ, ৩৯ কোম্পানি বিএসএফ, নয় কম্পানি সিআইএসএফ, ১৯ কোম্পানি আইটিবিপি, ১৩ কোম্পানি এসএসবি, এবং পাঁচ কোম্পানি আরপিএফ থাকতে চলেছে।