spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

দ্বিতীয় দফার নির্বাচনের বিস্তারিত তথ্য !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

গামী ২৬ শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। এই দফায় রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্র যেমন বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জে ভোটগ্রহণ হবে। প্রার্থীদের দেওয়া হলফনামাকে বিশ্লেষণ করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর কিছু তথ্য তুলে ধরল।
দ্বিতীয় দফায় রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্র মিলে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মধ্যে বালুরঘাট থেকে ১৩ জন ,দার্জিলিং থেকে ১৪ জন এবং রায়গঞ্জ থেকে ২০ জন। এই ৪৭ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থী অর্থাৎ ২৩ শতাংশ প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। আবার ১০ জন তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজিদারী মামলার কথা জানিয়েছেন।

১৭ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, ২৭ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি বলে জানিয়েছেন, তিনজন প্রার্থী জানিয়েছেন তারা শুধুমাত্র স্বাক্ষর।

২৫ থেকে ৪০ বছরের মধ্যে প্রথম দফায় ২০ জন প্রার্থী রয়েছেন। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে প্রার্থী রয়েছেন ২১ জন। ৬১ বছর থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন প্রার্থী রয়েছেন এই দ্বিতীয় দফায়।

দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে মাত্র ৩ জন অর্থাৎ ৬ শতাংশ মহিলা প্রার্থী রয়েছেন।

দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন রয়েছে ৩ টি লোকসভা কেন্দ্রে : দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট।।

১) দার্জিলিংয়ে মোট পোলিং স্টেশন ১৯৯৯ টি এবং ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৮ টি।

২) রায়গঞ্জ মোট পোলিং স্টেশন ১৭৩০ টি এবং ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা ৪১৮ টি।

৩) বালুরঘাটে মোট পোলিং স্টেশন ১৫৬৯ টি এবং ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০৮ টি।

দ্বিতীয় দফার নির্বাচনে ৩ টি লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন ৫২৯৮ টি এবং মোট ক্রিটিক্যাল পোলিং স্টেশন/স্পর্শকাতর বুথের সংখ্যা ১১৩৪।

বিস্তারিত দেখুন :

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks