spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

ভারতের লোকসভার ভোট: তাপপ্রবাহে মৃত্যু পাঁচ জনের !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

কাঠফাটা রোদ্দুর! আর সেই রোদ্দুরকে মাথায় নিয়ে চলছে ভারতের লোকসভা নির্বাচন। সাত দফার এই নির্বাচনে শুক্রবার দ্বিতীয় দফার ভোটে প্রচণ্ড গরমে মৃত্যু ৫ জনের। দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে ভারতের কেরলে। মৃতদের মধ্যে ৪ জন ভোটার এরা যথাক্রমে মালাপ্পুরাম, পালাক্কাদ, কোঝিকোড় এবং আলাপ্পুঝা এলাকার বাসিন্দা। বাকি ১ জন পোলিং এজেন্ট। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে।

রাজ্যটির ওট্টাপালামে এদিন দুপুরে ভোট দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ৬৮ বছর বয়সী চন্দ্রন নামে এক ভোটারকে। তৎক্ষণাৎ তাকে ওট্টাপালাম স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের তরফে তাকে মৃত বলে ঘোষণা দেয়া হয়। এদিন সেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ভোট দিয়ে বাড়ি ফেরা পথে মাল্লাপুরম জেলার ত্রিরুরে ৬৩ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়। তার নাম এ. টি. সিদ্দিকী। তাপপ্রবাহের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিন এখানে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৬০ শতাংশ।

ঠিক একইভাবে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়ে ৭৬ বছর বয়সী কোমবোত্তাইল কন্দন নামে ভিলায়োদি এলাকার বাসিন্দা এক ব্যক্তির। ঘটনাটি ঘটে আলাপ্পুঝা জেলার আমবালাপুঝা এলাকায়। এই এলাকায় তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।

এস.এন.ভিটি উচ্চ বিদ্যালয় ১৩৮ নম্বর বুথে ভোট দিয়ে বাড়ি ফিরে আসেন কাক্কাঝাম ভেলিপাড়াম্ভু সোমারাজন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন ৮২ বছর বয়সী ওই ভোটার। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

অন্যদিকে কোঝিকোড় টাউনের ১৬ নাম্বার বুথে দায়িত্বে ছিলেন বামেদের জোট ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এলডিএফ) এর পোলিং এজেন্ট আনিস আহমেদ। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ৬৬ বছর বয়সী আনিসকে। এখানে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ।

সাত দফায় এবং গরমে ভোট নিয়ে ইতিমধ্যেই একাধিকবার বিজেপিকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতাকে বলতে শোনা গেছে ‘আমাদের দুর্ভাগ্য প্রতিবছর ঠিক এই সময়টাতেই নির্বাচন ফেলা হয়। আর অন্যবার যদিও বা ৮ থেকে ১০ মে’এর মধ্যে হয়ে যায়, এবার তো ১ জুন পর্যন্ত নির্বাচন চলবে। তারপর ৪ জুন গণনা হবে।’

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks