কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
বাঙালির বাঙালিয়ানা ,বাঙালির সংস্কৃতি ,বাঙালির ঐতিহ্য ,আবার কখনো সাবেগী বাঙালি ও তার ঐতিহ্যপূর্ণ পোশাক নিয়েই ডিজাইনার সান্তনু গুহঠাকুরতার নতুন ভাবনায় ” কোলকাতানামার ” আভির্ভাব। সারা বিষের দরবারে বাঙালিয়ানা কে কোলকাতানামা নামক ফলকে মুড়ে পৌঁছে দেয়ার এক অভিনব প্রয়াসে ডিজাইনার সান্তনু গুহঠাকুরতা। সোমবার সমগ্র বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় বিস্তারিত জানান সান্তনু গুহঠাকুরতা।
দেখুন বিস্তারিত :