কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবার পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতিবছরে দুর্গাপুজো অনুদানের অঙ্ক গতবারের থেকে একধাক্কায় ১৫ হাজার টাকা বাড়িয়ে দিল রাজ্য সরকার। গতবার এই অনুদান ছিল পুজো কমিটি প্রতি ৭০ হাজার টাকা। এবার অনুদানের অঙ্ক ৮৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় আগামী বছর পুজো অনুদান এক লাখ টাকা করে দেওয়া হবে বলে আগাম জানিয়ে দিয়েছেন তিনি। চলতি বছর ৪৩ হাজার কমিটি এই অনুদান পাবে। এর মধ্যে ৪০ হাজার পুজো জেলার।
একইসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পুজো কমিটিগুলির প্রতিবছর দমকলের লাইসেন্সের ছাড়সহ যে সমস্ত ছাড় পায় তা এ বছরও অব্যাহত থাকবে। বিদ্যুৎ শুল্ক ছাড়ের পরিমাণ ৬৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার কথাও তিনি জানিয়েছেন। পুজোয় পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে কোনও ভাবেই না ঘটে পুলিশ ও পুজো কমিটিকে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী সতর্ক করে দেন। তিনি জানান কোন পুজো কি থিম করছে সে সম্পর্কে পুলিশের সঙ্গে যেন আলোচনা করে নেয়। যাতে কোনও সমস্যা না হয়। এই প্রসঙ্গে নাম না করে তিনি গত বছরের শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এবার যেন ওই পুজোকে কেন্দ্র করে রাস্তায় যানজট না হয় সে ব্যাপারে মুখ্যমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে তিনি জানিয়েছেন এ বছর দুর্গাপুজোর বিসর্জন হবে ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। ১৫ তারিখ রেড রোডে বাছাই পুজো কমিটি গুলি কে নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হবে। জেলায় জেলায় একই রকম ভাবে কার্নিভালের আয়োজন করা হবে সংশ্লিষ্ট জেলা শাসকরা পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে কার্নিভালের দিন ঠিক করবেন।