কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল সৌর এয়ারলাইন্সের একটি বিমান। তাতে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায়২২ জন ছিল বলে খবর। এদিন সকাল ১১টা নাগাদ টেক অফের সময়ই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কথা জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। তবে তিনি দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ততক্ষণাৎ ছুটে আসে কাঠমান্ডু পুলিশ ও দমকলকর্মীরা। তবে যাত্রী বা কর্মীদের কাউকে বাঁচানো গিয়েছে কি না, তা নিয়ে কোনও তথ্য না মিলেও নেপাল সংবাদমাধ্যম সূত্রে খবর মৃতের সংখ্যা ২১।