spot_img
35.7 C
Kolkata
Friday, June 13, 2025
spot_img

শুরু হচ্ছে ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২৫ -ফ্যান্টাসির দুনিয়ায় মাতবে এবার আট থেকে আশি !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

লকাতায় শুরু হতে চলেছে ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব , আগামী একসপ্তাহ ব্যাপী ২২ থেকে ২৮ শে জানুয়ারী ২০২৫ নন্দন ওয়ান, টু, থ্রী, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, এবং চলচ্চিত্র শতবর্ষ ভবন, প্রমুখ প্রেক্ষাগারে দেখা যাবে শিশুদের ভিন্ন সাদের ছবি ।

আগামী ২২শে জানুয়ারি বিকাল ৫টায় শুভ উদ্বোধন হতে চলেছে ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের নন্দন ওয়ান – এ।

ছবি দেখার সময় প্রতিটি প্রেক্ষাগারে প্রতিদিন দুপুর ১২টা, ৩টে এবং সন্ধ্যে ৬ ঘটিকায়। এ ছাড়াও এই উৎসব প্রতিদিন সন্ধ্যে ৬ ঘটিকায় অনুষ্ঠিত হবে একতারা মুক্ত মঞ্চে। শিশুদের রঙবে রঙের কল্পনার দুনিয়ায় এবছরের শিশু চলচ্চিত্র উৎসব এর থিম থাকছে ফ্যান্টাসি (Fantacy )।

অন্যদিকে উৎসবের উদ্ধবোধনেই থাকছে জনপ্রিয় সিনেমা ধ্রুভ হার্শ পরিচালিত এলহাম (Elham) এবং শেষদিনে দেখা যাবে বিপুল শর্মা পরিচালিত প্রভাস ( Pravas )। সর্বমোট ১১৬ টি সিনেমা প্রদর্শীত হতে চলছে টানা এক সপ্তাহ ধরে, তারমধ্যে ৩০টির বেশী দেশীয় সিনেমা।

একই সাথে থাকছে ২৭ টি ছোটদের জন্য আকর্ষণীয় ডকুমেন্টারি ফ্লিম, ওয়ার্ল্ড সিনেমা, বাঙ্গালী পরম্পরা ফ্লিম, ফ্যান্টাসি ফ্লিম প্রভৃতি। আগামীকাল অতিথি আসন গ্রহণ করবেন ফ্লিম – মেকার শ্রী গৌতম ঘোষ, মেয়র ফিরোদ হাকিম, ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচাৰ্য, শশী পাঁজা, শান্তনু বসু প্রিন্সিপাল সেক্রেটারি আই এন্ড সিএ বিভাগ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাথে উপস্থিত থাকবে উদ্বোধনী ফিল্মের দুই শিশু শিল্পী তৈয় চান এবং তত্ত্ব চান । পাশাপাশি গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় দুপুর ২টো সন্ধ্যে ৬ ঘটিকায় অনুষ্ঠিত হবে ছোটদের তৈরী ফ্লিম – হাতে কলমে সিনেমা। বলাই বাহুল্য এই শিশু চলচ্চিত্র উৎসবে সারা রাজ্যের সাথে মেতে উঠছে সোশ্যাল ওয়েলফেয়ার হাউস এবং এনজিওর শিশুরাও ।

বিস্তারিত দেখুন :

https://youtu.be/fvomiRRsNEg 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks