কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
২৬ শে জানুয়ারি সন্ধ্যায় কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কলকাতা শর্ট ফ্লিম ফেস্টিভ্যাল বা আই কে এস এফ এফ ২০২৫ – এর অন্তিম দিনের সাথে অ্যাওয়ার্ড সেরিমোনি। আমোদ – প্রমোদ প্রিয়সী বাঙালীর মনে রুপোলি পর্দা চিরকালই এক অনন্য জায়গা দখল করে রেখেছে। সে দীর্ঘ দৈর্ঘ্যর চলচ্চিত্র হোক বা স্বল্প দৈর্ঘ্যর চলচ্চিত্র জীবনের পথে প্রতিবার নিত্যনতুন দিশা দিয়ে যায় এই চলচ্চিত্রগুলি । তাই সেইসব শর্ট ফ্লিম নির্মাতা ও নবাগত অভিনেতা – অভিনেত্রীদের উৎসাহিত করতে এবছরে পঞ্চম বর্ষে পা দিলো আন্তর্জাতিক কলকাতা শর্ট ফ্লিম ফেস্টিভ্যাল বা আই কে এস এফ এফ ২০২৫। যার উদ্দেশ্য মূলত পরিচালকদের স্বাধীনভাবে সিনেমা তৈরী করতে দেওয়া। আর একই সাথে নবাগত শিল্পী ও অভিনেতা – অভিনেত্রীদের তাদের স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে দেওয়া।
ফেস্টিভ্যালের অন্তিম দিনে প্রদর্শিত ও অনুষ্ঠিত হলো অ্যাওয়ার্ড সেরিমোনি। ” ছোট ছবির বড়ো উৎসব ” সারা সন্ধ্যা জুড়ে অনুষ্ঠানের উষ্ণতা বাড়ালেন একের পর এক জনপ্ৰিয় শিল্পীরা , অনির্বান ভট্টাচাৰ্য থেকে শুরু করে মনামী ঘোষ, ঋতব্রত মুখার্জী, পরাণ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, রূপসা মুখার্জী প্রমুখ। সাথেই ওইদিন উপস্থিত ছিলেন ছবির পরিচালক এবং তাদের সহকর্মীরা । কম বেশী ৩০০ টি শর্ট ফ্লিম দেখানো হয়েছে এই ছয় দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব জুড়ে তারমধ্যেই ছিলো দেশীয় ছবির পাশাপাশি বিদেশী ছবিও। এই অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে আজীবনের সম্মাননা জ্ঞাপণ করা হয় । একইসাথে শুভ উদ্বোধন হয় পরিচালক সুমন মৈত্র পরিচালিত ” অ ² ” ছবির টিজার ।
বিস্তারিত দেখুন :