spot_img
32 C
Kolkata
Saturday, May 10, 2025
spot_img

কলকাতায় জার্মানির ছোঁয়া! শুরু হলো ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

জ বিকেল ৪টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত-নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. ফিলিপ আকারম্যান, গ্যোটে ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ড. মার্লা স্টুকেনবার্গ, বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা।

এবছরের থিম: জার্মানি
প্রতি বছর এক বিশেষ দেশকে থিম করা হয়, এবছরের থিম দেশ হলো জার্মানি। মুখ্যমন্ত্রী নিজে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, তারপর ৪৮টি হাতুড়ির আঘাতে আনুষ্ঠানিকভাবে বইপোকাদের জন্য বইমেলার দ্বার উন্মুক্ত করেন। তিনি তার ভাষণে বলেন, ডিজিটাল যুগ এলেও বইয়ের গুরুত্ব একটুও কমেনি। বইই মানুষের প্রকৃত বন্ধু।”

কবে, কখন, কোথায়?
📅 তারিখ: ৩ ফেব্রুয়ারি – ৯ ফেব্রুয়ারি, ২০২৫
সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা, শেষ দিনে রাত ৯টা পর্যন্ত
📍 স্থান: করুণাময়ী বইমেলা প্রাঙ্গণ, সল্টলেক, কলকাতা

প্রবেশ ও গেট:
📌 প্রধান গেট: সলিল চৌধুরী-ঋত্বিক ঘটক গেট
📌 অন্যান্য গেট: গ্যোটে গেট, ম্যাক্সমুলার গেট, জার্মান স্থাপত্যের আদলে নির্মিত দুটি গেট, বিশ্ববাংলা গেট, জীবনানন্দ-নজরুল গেট
📌 মেলার তিন প্রান্তে থাকছে তিনটি ওয়াচ টাওয়ার

বইমেলা অ্যাপ ও ডিজিটাল সুবিধা:
📲 প্রথমবারের মতো আন্তর্জাতিক কলকাতা বইমেলার নিজস্ব অ্যাপ
📍 গুগল লোকেশন অনুযায়ী স্টল খুঁজে পাওয়া সহজ হবে
📥 প্লে স্টোর থেকে ডাউনলোড করুন
📌 মেলার বিভিন্ন স্থানে QR কোড স্ক্যান করে দ্রুত অ্যাপ ডাউনলোড করা যাবে
🏫 অ্যাপটি নির্মাণ করেছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি

থিম জার্মানির বিশেষ উপস্থিতি:
📖 মেলার বিভিন্ন সরণির নামকরণ করা হয়েছে রিলকে, কাফকা, মুলারসহ জার্মান সাহিত্যিকদের নামে
📚 থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, আর্জেন্টিনা সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনী

এবার অনুপস্থিত: বাংলাদেশের স্টল!

বইপ্রেমীদের জন্য বাড়তি চমক:
📌 প্রকাশক ও লিটল ম্যাগাজিন মিলে অংশগ্রহণকারী সংখ্যা: প্রায় ১০০০
📌 প্রত্যাশিত ব্যবসার পরিমাণ: ৩০ লক্ষ টাকা
📌 বিশেষ আকর্ষণ:
🦆 প্রথমবারের মতো ম্যাসকট! “হাসো ও হাসি” দুইটি হাঁস, বইপ্রেমীদের স্বাগত জানাতে সদা প্রস্তুত
🎟 বই কিনুন, লাইব্রেরি জিতুন” লটারি: প্রতিদিন ১৫ জন ভাগ্যবান বিজয়ী পাবেন ১০০০ টাকার বই উপহার কুপন

সম্মাননা ও পুরস্কার:
🏆 জীবনব্যাপী সাহিত্য সম্মান: সাহিত্যিক আবুল বাশারকে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী, যার অর্থমূল্য ₹২ লক্ষ
📅 ৪ ফেব্রুয়ারি: “চিরতরুণ” বরিষ্ঠ নাগরিক দিবস
🎤 সাহিত্যিক জয় গোস্বামী, প্রকাশক রঞ্জন সরকার এবং পাঠক সত্যব্রত ঘোষালকে বিশেষ সম্মাননা প্রদান

📚 বই মানুষের প্রকৃত বন্ধু, জ্ঞানের আলো ছড়ায় চিরকাল। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫-এর দরজা খুলে গেলো বিশ্বব্যাপী বইপ্রেমীদের জন্য!

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks