কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি ২০২৫
মহাকুম্ভে মৌনি অমাবস্যার পবিত্র স্নান করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে প্রচণ্ড ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
🔴 কী ঘটেছে?
🔸 আহত কমপক্ষে ৩০ জন
🔸 ১০-২০ জনের মৃত্যুর আশঙ্কা
🔸 উদ্ধারকাজ চলছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে
🚨 জরুরি ব্যবস্থা ও প্রশাসনের তৎপরতা
➡ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত উদ্ধারকাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন।
➡ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে খোঁজখবর নিয়েছেন।
➡ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা চিকিৎসা ব্যবস্থার ওপর নজর রাখছেন।
🛑 পদপিষ্টের কারণ কী?
✅ অতিরিক্ত ভিড় ও নিয়ন্ত্রণের অভাব।
✅ মৌনি অমাবস্যার পুণ্যস্নানের কারণে লাখো মানুষের সমাগম।
✅ ঘাটে প্রবেশ ও প্রস্থানের পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকা।
🕉️ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, শুরু হল অমৃত স্নান
প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। ইতিমধ্যেই সাধু-সন্তরা অমৃত স্নান শুরু করেছেন, তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।