কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
বাজারের বিভিন্ন নামিদামি রকমারি ইলেকট্রনিক প্রোডাক্ট -এর মাঝে কোনো একটা জায়গায় যেন আমরা সচেতনতার ফাঁক রেখে দেই , আমাদের এই সচেতনতার অভাবে ভুলে যাই যে বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রিক থেকেই আগুন লাগার সম্ভাবনা থাকে ,এরই সুবাদে V-Marc তাদের নতুন প্রোডাক্ট ” Flexi Tuf Wire” এনেছেন “যেটা 150 AMF এর ওপরে বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম এবং এতে আগুন লাগার কোন সম্ভাবনা নেই” বলে দাবি করেছেন এই সংস্থার জেনারেল ম্যানেজার কৌশিক ভট্টাচার্য মহাশয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার নানান স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানির আধিকারিকরা, কলকাতা লাইট হাউজের আধিকারিকও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রোডাক্টের যৌথ জেনারেল সেক্রেটারি তথা তিরকে মহাশয় এই বিষয়ের ব্যবহারিক পরীক্ষাও করে দেখিয়েছেন এই অনুষ্ঠানে।
সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ক্রয় করার উপযোগী প্রোডাক্ট হল V- Marc.