কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আজ ১লা ফেব্রুয়ারি ২০২৫, সাবিত্রী প্রোডাকশনের আওতায় পরিচালিত এই ছবির ট্রেলার প্রকাশ্যে এলো। কর্পোরেট ওয়ার্ল্ড এর থ্রিলার কিছু ঘটনা নিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটিকে ‘ কর্পোরেট থ্রিলার মুভি’ বললেও ভুল হবেনা। এখানে কর্পোরেট ওয়ার্ল্ডের কিছু এমন দিক তুলে ধরা হয়েছে, যেই দিকগুলো নিয়ে এর আগে কখনো কোনো বাংলা সিনেমাতে দেখানো হয়নি। এই ছবি খুব শীঘ্রই সিনেমা হলে আসতে চলেছে, এতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার ,জয়দীপ চক্রবর্তী, সুব্রত দত্ত, এমনকি এসিপি অলক সান্যাল ও আছেন এই ছবিতে ।
ছবি প্রসঙ্গে প্রিয়াঙ্কা সরকার বলেন ,”এই ছবিটা একদম ভিন্ন স্বাদের হতে চলেছে, আমার বিশ্বাস এই ছবিতে আমরা যে কর্পোরেট ওয়ার্ল্ডের কিছু অজানা তথ্য তুলে ধরেছি সেটা বাংলা ছবিতে একেবারেই নতুন। এক কথায় এই ছবিকে কর্পোরেট থ্রিলার বলা যায়। প্রত্যেকটি দর্শক আশা করছি নিজের সঙ্গে এই ছবিতে দেখানো অনেক ঘটনার মিল খুঁজে পাবেন। গল্প বলার মাধ্যমে এই ভাবে জীবনের না বলা কথাগুলো কেমন করে যেন ফুটে ওঠে, ছবিটা না দেখলে সেটা বোঝা যাবে না। “
এই ছবি আগামী ২৮শে ফেব্রুয়ারি নিকটবর্তী সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।