কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
Nacc – আওতায় আওতাধীন JIS গ্রুপ- এর ‘সম্মান ২০২৫’ অনুষ্ঠিত হলো আজ । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আধিকারিক সহ JIS গ্রুপের সম্মানীয় জেনারেল সেক্রেটারি । তারা এই অনুষ্ঠানে জানিয়েছেন “স্বর্গীয় সর্দার জোৎ সিং ,তথা বাবুজি এবং স্বর্গীয় সরদারনি সাতনাম কর ,তথা মাতাজি -এর ১০৫ তম জন্মদিন উপলক্ষে এই ‘সম্মান-২০২৫’অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “
স্বর্গীয় সর্দার জোৎ সিং এর পুত্র এই অনুষ্ঠানে জানিয়েছেন যে, “বাবা কলকাতার ১৯৪৮ সালে এসেছিলেন দুধ ব্যবসায়ী হিসেবে, তিনি সেই ছোট পরিবার থেকে বড় কোথাও পৌঁছানোর স্বপ্ন দেখে তার পুএ কে ইংরেজি স্কুলে ভর্তি করার কথা ভাবেন, তারা ইংরেজি জানে না বলে তাদের ছেলেকে ভর্তি নেওয়া হয় না। সে কারণেই পরবর্তীতে তিনি JIS group -এর মাধ্যমে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে ইংরেজি মাধ্যমে পড়ালেখা করার সুব্যবস্থা করবেন বলে ঠিক করেন।তাঁর সুবাদে আজ এই JIS group প্রতিষ্ঠান পেয়েছে “।আজ ১০৫ তম জন্মবার্ষিকীতে এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করে প্রতিটি জিআইএস স্কুলের ছাত্র ছাত্রীকে সম্মানে ভূষিত করা হলো।