spot_img
35.7 C
Kolkata
Friday, June 13, 2025
spot_img

কলকাতা বইমেলার সপ্তম দিনে এলো “The Culcutta Convenant ” !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

লছে তিলোত্তমার বর্ষ আকাঙ্ক্ষিত পুস্তক উৎসব। গত ৩রা ফেব্রুয়ারী ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সপ্তম দিন সাক্ষী হল, অধ্যাপক এবং বিশিষ্ট লেখক অরিন্দম বসুর নতুন বই “The Culcutta Convenant ” – এর মোড়ক উন্মোচনে। পেনপ্রিন্টস প্রকাশনীর তরফ থেকে বইটি প্রকাশিত হলো বইটি মেলায় অবস্থিত প্রেস কর্নারে।

খুব অল্প সময়ের মধ্যে প্রাসঙ্গিককতার ভিত্তিতে ভিন্নভাবে উচ্চ মানের বই লেখার জন্য চিরকালই অরিন্দম বসু জনপ্রিয়তা বর্তমান। বলাইবাহুল্য অরিন্দম বসুর জনপ্রিয়তা গোয়েন্দা, থ্রিলার, ঐতিহাসিক, নন -ফিকশন লেখনীকে ঘিরে। আরো একবার পাঠক মহলকে উপরহার দিলেন ইংরাজি ভাষায় “The Culcutta Convenant “. বই প্রকাশের সময়ে উপস্থিত দর্শকের সামনে নিজে পড়ে শোনালেন তাঁর বইয়ের দুই বিশেষ প্যারা। এবারের এই বইয়ের কাহিনীতে মুখ্য চরিত্রে পাওয়া যায় পৃথ্বীরাজ ব্যানার্জী – কে যিনি ইতিহাস এবং সাসপেন্সের মূল রহস্য উন্মোচন করেন। মূলত বইটি গোয়েন্দা গল্পের একটি সংকলন।

” The Culcutta Convenant “ বইটি চারটি গল্পে সুসংগঠিত :

* কলকাতা চুক্তি
* ম্যানর রহস্য
* দ্য গোরখপুর গ্রুজ
* বিপদজনক পুহার

এই গল্পগুলি রোমাঞ্চকর সাসপেন্সের সাথে ঐতিহাসিক উপাদানগুলিকে কেন্দ্র করে, পাঠক – পাঠিকাকে জটিল মানবিক স্থিতির মধ্যে দিয়ে গল্পের প্রতি গভীরভাবে কৌতূহলী করে তোলে।

অন্যদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :

শ্রী জয়ন্ত ঘোষাল
(প্রধান মিডিয়া উপদেষ্টা – টেকনো ইন্ডিয়া গ্রুপ)

শ্রী ফিরদৌসুল হাসান
(ভারতের ফিল্ম ফেডারেশনের সভাপতি)

ডাঃ মিনাল পারীক
(ডিন স্কুল অফ মিডিয়া সায়েন্স ফাইন আর্টস অ্যান্ড ডিজাইন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি)

ডাঃ স্নেহাশীষ সুর
(কলকাতা প্রেসক্লাবের সভাপতি)

শ্রী সপ্তর্ষি মৌলিক
( অভিনেতা এবং নাট্যবিদ)

নবীন লেখক – লেখিকাদের আশা না নির্দ্বিধায় লেখার অভ্যাস করা, পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে উঠে আসা আলাপচারিতায় অনুষ্ঠিত হলো এক মনজ্ঞ সন্ধ্যা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks