কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
এবার মহেশতলার নিউল্যান্ড ময়দানের পূজা আয়োজকরা এক নতুন নজির স্থাপন করেছেন—তারা গড়ে তুলেছেন ১১১ ফুট উচ্চতার এক অনন্য সরস্বতী প্রতিমা, যা দশতলা ভবনের সমান উঁচু। আকাশছোঁয়া এই প্রতিমাটি থার্মোকল ও কাপড়ের সাহায্যে একটি শক্তিশালী লোহার পাইপের কাঠামোর উপর নির্মিত হয়েছে। ইতোমধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যেখানে ব্যবহৃত হয়েছে হাজার হাজার বাঁশের খুঁটি, প্রচুর থার্মোকল ও লোহার পাইপ। শিল্পীদের নিষ্ঠা ও দক্ষতার ছাপ প্রতিটি অংশে ফুটে উঠেছে।
আয়োজকদের বিশ্ব রেকর্ডের দাবি
পূজা কমিটির দাবি, এটাই বিশ্বের সবচেয়ে উঁচু সরস্বতী প্রতিমা, যা আগের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। শুধু বিশালতাই নয়, নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে এই বিশাল কাঠামোকে যথাযথভাবে সুরক্ষিত করা হয়েছে।
নির্মাণে ব্যবহৃত হয়েছে হাজার হাজার বাঁশ, লোহার পাইপ ও থার্মোকল
প্রতিমার মূল কাঠামোটি শক্তিশালী লোহার পাইপ দিয়ে তৈরি, যা চারদিকে উঁচু বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা। মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই উদ্যোগের অন্যতম প্রধান সংগঠক গোপাল সাহা জানান, প্রতিমার স্থায়িত্ব নিশ্চিত করতে প্রতিটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝড় বা প্রবল বাতাসের সময়েও এটি যাতে টলে না যায় বা ভেঙে না পড়ে, সেজন্য লোহার পাইপের মজবুত কাঠামোর পাশাপাশি দুই স্তরের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।
শিল্প, ঐতিহ্য ও ভক্তির এক অনন্য মেলবন্ধন
এত বড় আকারের সরস্বতী প্রতিমা নির্মাণ শুধুমাত্র একটি প্রযুক্তিগত কীর্তি নয়, এটি কলকাতার সাংস্কৃতিক ও শৈল্পিক মননেরও এক অনন্য নিদর্শন। আধুনিকতা, ঐতিহ্য ও ধর্মীয় ভক্তির অপূর্ব সমন্বয়ে এই আয়োজন কেবল মহেশতলার নয়, গোটা শহরের পূজা উৎসবের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।