কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
প্রতিবছরের মতন এ বছরও শুরু হতে চলেছে, সেলিব্রিটি প্রিমিয়ার লিগ 2025
আগামী আটই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনী মধ্য দিয়ে শুভ সূচনা হতে চলেছে সেলিব্রেটি প্রিমিয়ার লিগের, এই সেলিব্রিটি প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছেন এক ঝাঁক তারকারা,
তারই শেষ মুহূর্তের অনুশীলন পর্ব সেরে নিলেন বেঙ্গল টাইগার টিমের এক ঝাঁক তারকা ।
ব্যস্ততার কারণে উপস্থিত ছিলেন না ক্যাপ্টেন যীশু সেনগুপ্ত এমনটাই জানালেন বেঙ্গল টাইগারদের কোচ ।
শেষ অনুশীলন পর্ব খুবই মজায় এবং খুনসুটি র মেজাজে সম্পূর্ণ করলেন বেঙ্গল টাইগারদের প্লেয়াররা।